নাটোরে ট্রাকচাপায় নিহত ১
এম এম আরিফুর ইসলাম || রাইজিংবিডি.কম

অলংকরণ : অপূর্ব খন্দকার
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে রাস্তা পারাপারের সময় মিনি ট্রাকের চাপায় প্রশান্ত কুমার (৪০) নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ধানাইদহ কাজল স্বর্ণা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত ধানাইদহ পূর্বপাড়া গ্রামের মৃত কুলীন চন্দ্র সরকারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফুয়াদ রুহানী জানান, রাস্তা পারাপারের সময় নাটোর থেকে পাবনাগামী মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন ১৪-৪১৪৯) প্রশান্তকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ধাওয়া করে ট্রাকসহ চালক নুর মোহাম্মদকে আটক করেছে। তার বাড়ি দিনাজপুর কোতোয়ালি থানা এলাকায়।
রাইজিংবিডি/নাটোর/৯ জুন ২০১৫/এম এম আরিফুর ইসলাম/রণজিৎ
রাইজিংবিডি.কম