হিলিতে চার ভুয়া ডিবি পুলিশ আটক
হালিম আল রাজী || রাইজিংবিডি.কম
হিলি প্রতিনিধি : হিলি-জয়পুরহাট সড়কের দক্ষিণ বাসুদেবপুর গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চেক করার সময় স্থানীয় জনতা চারজনকে আটক করে গণধোলাই দিয়ে হাকিমপুর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।
সোমবার সকাল ১১টায় হিলি-জয়পুরহাট সড়কের দক্ষিণ বাসুদেবপুরের ইটভাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- রংপুর সদরের লালবাগ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪), একই এলাকার বাবুখা গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে মামুন হোসেন (৩৩), কামাল কাছনা গ্রামের সুশিলের ছেলে রিপন (৩২) এবং চট্টগ্রামের হালিশহর এলাকার নুরুজ্জামানের ছেলে আরিফ (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১টায় হিলি-জয়পুরহাট সড়কের দক্ষিণ বাসুদেবপুরের ইটভাটা নামক এলাকায় ওই চার যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হিলি থেকে জয়পুরহাটগামী এক ব্যবসায়ীর মোটরসাইকেল আটকিয়ে তাকে হেন্ডকাপ পরিয়ে দেন। এ সময় ওই ব্যবসায়ী যুবকদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেন। এ সময় তারা পুলিশের পরিচয়পত্র দেখাতে না পারায় এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ওই চার যুবককে গণধোলাই দিয়ে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক আরিফ হোসেন রাইজিংবিডিকে জানান, তার বাড়ি চট্টগ্রামে হলেও মূলত তিনি ঢাকাতেই থাকেন। তিনি বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে সোমবার সকালে ঢাকা থেকে হিলিতে এসে হিলি-জয়পুরহাট বাসস্ট্যান্ডে নামেন। এ সময় স্থানীয় জনগণ তাকেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) হারুন উর রশীদ হারুন বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, পুলিশ খবর পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিয়ে আসেন। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় রাখা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
রাইজিংবিডি/হিলি/১৫ জুন ২০১৫/হালিম আল রাজী/সাইফুল
রাইজিংবিডি.কম