ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ফকিরহাটে যুবকের লাশ উদ্ধার

আলী আকবর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৭ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফকিরহাটে যুবকের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত (২৫) পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফকিরহাট থানা পুলিশ উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী বাসাবাড়ি এলাকার প্রকাশ দেবনাথের মৎস্য ঘের থেকে অর্ধ গলিত ওই লাশ উদ্ধার করে। মৃতদেহের গলায় গামছা প্যাঁচানো রয়েছে বলে পুলিশ জানায়।

 

ফকিরহাট থানার ভারপাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে ফকিরহাট থানার এসআই হায়দারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ উদ্ধার করে।

 

ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে কে বা কারা ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ মৎস্য ঘেরে ফেলে রাখে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/২৭ মে ২০১৫/আলী আকবর/রিশিত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়