ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘গণসংযোগে গণজোয়ার দেখে প্রতিপক্ষরা হামলা চালাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গণসংযোগে গণজোয়ার দেখে প্রতিপক্ষরা হামলা চালাচ্ছে’

গণসংযোগে গণজোয়ার দেখে প্রতিপক্ষরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তিনি বলেন, ‘প্রচারণার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কিলোমিটারের বেশি পথ হেঁটে গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছি। গণসংযোগে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিপক্ষরা গণজোয়ার দেখে হামলা করছে।’

বৃহস্পতিবার পৌনে ১২টায় রায়ের বাজার প্রেমতলা এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণজোয়ার দেখে সরকার দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নিবেন। আমরা নির্বাচন কমিশনের আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যে জন্য দেশ স্বাধীন করেছি তা এখন হারিয়ে গেছে। কথা বলার অধিকার নেই। স্বাধীন ভাবে চলাচলের অধিকার নেই। কথা বলার অধিকার আদায় করতে হবে। আর এ অধিকার আদায় করতে আমার সন্তানতুল্য তাবিথ আউয়াল দায়িত্ব নিয়েছে।’

তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘সময় এখন তোমাদের। তোমরা তোমাদের যোগ্য নেতাকে বেছে নিবে। তাবিথ ধানের শীষের যোগ্য প্রার্থী।’

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূইয়া,আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিএনপির নেতাকর্মীরা।

 

ঢাকা/সাওন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়