ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

গোপালগঞ্জে বৃদ্ধাশ্রমের উদ্বোধন

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৯ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে বৃদ্ধাশ্রমের উদ্বোধন

বৃদ্ধাশ্রমের উদ্বোধন করছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান (ছবি : বাদল)

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা শহরের গোহাটায় গ্রিন পিচ ওল্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামের একটি বৃদ্ধাশ্রমের উদ্বোধন করা হয়েছে। নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ বৃদ্ধাশ্রমটি করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে ফিতা কেটে এ বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেন।

 

বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে ১৪ জন বৃদ্ধের থাকার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

জেলা শহরের গো-হাটা কালীবাড়ী চত্ত্বরে নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বীর আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভা মেয়র মো. রেজাউল হক সিকদার রাজু, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ বি সাইফ (বি মোল্যা), সংগঠনের ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

 

এ ছাড়া, অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সংগঠনের নির্বাহী পরিচালক হারিজা আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অতিথিরা এ উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেছেন, কোনো সন্তান যেন বৃদ্ধ বয়সে তার বাবা-মাকে বৃদ্ধাশ্রমে না পাঠান। তবে যে সকল বৃদ্ধের কোনো সন্তান নেই, তাদের যেন এ আশ্রমটিতে ঠাঁই হয়।

 

 

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/৯ জুন ২০১৫/বাদল সাহা/সনি

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়