ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বেতন বাড়ানোর দাবিতে তৃতীয় দিনের মতো মহাসড়কে শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২৫ অক্টোবর ২০২৩  
বেতন বাড়ানোর দাবিতে তৃতীয় দিনের মতো মহাসড়কে শ্রমিকরা

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মৌচাক, তেলিরচালা, কোনাবাড়ী এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা সাড়ে ৩টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের দাবি, যাদের বেতন ৭ থেকে ৮ হাজার টাকা, তাদের ২৩ হাজার টাকা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত সোমবার থেকে আন্দোলন করে আসছেন শ্রমিকরা।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়