ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৪  
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক মোটরসাইকেল চালক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কানাই বিশ্বাস কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুরের সদরপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। 

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি জানান, তারাইল গ্রাম থেকে মোটরসাইকেলে করে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুরের সদরপুরে যাচ্ছিলেন। এ সময় চাপতা মাদরাসার কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে স্কুল শিক্ষক কানাই বিশ্বাস মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাদল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়