ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

১০ ব্যাগে পাওয়া ১২৩টি ককটেল ধ্বংস করলো পুলিশ

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১১ নভেম্বর ২০২৪  
১০ ব্যাগে পাওয়া ১২৩টি ককটেল ধ্বংস করলো পুলিশ

শরীয়তপুরের ডামুড্যায় সড়কের পাশে পরিত্যক্ত ১০টি ব্যাগ থেকে উদ্ধার হওয়া ১২৩টি ককটেল ধ্বংস করেছে পুলিশ। 

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো ধ্বংস করেন। 

আরো পড়ুন: রাস্তার পাশে পড়ে আছে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু!

আরো পড়ুন:

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান বলেন, ‘১০টি ব্যাগ থেকে উদ্ধার হওয়া ১২৩টি ককটেল ধ্বংস করা হয়েছে। দুষ্কৃতকারীরা কোন উদ্দেশ্যে এইগুলো এখানে রেখে যায় তা তদন্ত করা হচ্ছে।’ 

পুলিশ জানায়, আজ সকালে ডামুড্যার আকালবরিশ এলাকার সড়কের পাশে ১০টি কালো ব্যাগ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিদর্শন করে। সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাত সদস্য ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ব্যবস্থায় ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায়। 

সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়