ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

আশুলিয়ায় যুবলীগের ব্যানারে ‘ছাত্রলীগের’ মিছিল, গ্রেপ্তার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৯ নভেম্বর ২০২৪  
আশুলিয়ায় যুবলীগের ব্যানারে ‘ছাত্রলীগের’ মিছিল, গ্রেপ্তার ৫

আশুলিয়ায় যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়

ঢাকার আশুলিয়ায় যুবলীগের ব্যানারে মিছিল করা ৫ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা ও পোশাকখাত অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুবলীগের ব্যানারে মিছিলে মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা অংশ নেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার পাঁচজনকে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রোমান রানা (৩৬), মহসিন (২০), বাবু (২০), মিরাজুল ইসলাম (১৯), সাজিদ (১৯)। তারা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

আরো পড়ুন:

সোমবার দুপুরে আশুলিয়া-গাজীপুরের সীমান্তবর্তী গোরাট এলাকায় বাগবাড়ী সড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশ বলছে, ওই মিছিলটি ২ থেকে ৩ মিনিট স্থায়ী হয়। এরপরে মিছিলে অংশগ্রহণকারীরা গাজীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়।

সেই মিছিলের ভিডিওতে দেখা যায়, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ১০-১৫ জনের দল মিছিলে অংশ নেন। তারা সবাই মুখে মাস্ক পরা ছিলেন। ব্যানারে শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের ছবি রয়েছে। ব্যানারে লেখা ছিল, ‘‘বিক্ষোভ মিছিল, আয়োজনে আশুলিয়া থানা যুবলীগ’’। মিছিলে ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’, ‘‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’’ স্লোগান দেওয়া হয়। 

ঘটনার পর ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানে নামে আশুলিয়া থানা পুলিশ। পরে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের শৃংখলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলা করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, ‘‘সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় ১০ থেকে ১৫ জন ঝটিকা মিছিল বের করে। মূলত তারা অস্থিতিশীল পরিবেশ, নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য পাঁয়তারা করছিলেন। তখন আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পাই। পরে ভিডিও দেখে তাদের শনাক্ত করে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করি।’’

মিছিলে অংশ নেওয়া যুবকদের ছাত্রলীগের সদস্য ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘তারা মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠনেরই লোক। তারা অন্য কোনো ব্যানার ব্যবহার করে নাশকতা করার চেষ্টা করছিলেন। বাকি যে ৭-৮ জন আছে, তাদেরও আমরা দ্রুত গ্রেপ্তার করব।’’
 

ঢাকা/সাব্বির/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়