ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পদ্মার ৫২ কেজির বাঘাইড় ৭৩ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১ ডিসেম্বর ২০২৪  
পদ্মার ৫২ কেজির বাঘাইড় ৭৩ হাজারে বিক্রি

পদ্মায় ধরা পড়া ৫২ কেজির বাঘাইড় মাছ

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৫২ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৭৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে পদ্মা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে প্রকাশ্য নিলামে উঠলে মাছ ব্যবসায়ী হালিমের আড়তে প্রথম বিক্রি হয়। পরে সেখানে আবার নিলামে উঠলে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকায় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান মিয়া মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান মিয়া বলেন, তিনি নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাছটি ৭২ হাজার ৮০০ টাকায় টাঙ্গাইলে এক মাছ ক্রেতার কাছে বিক্রি করেছেন।

আরো পড়ুন:

ঢাকা/রবিউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়