ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মানিকগঞ্জে বিএনপি অফিসে হামলা-আগুন, আহত ১ 

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৫ ডিসেম্বর ২০২৪  
মানিকগঞ্জে বিএনপি অফিসে হামলা-আগুন, আহত ১ 

আগুনে পুড়ে যাওয়া ওয়ার্ড বিএনপির অফিস

মানিকগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও হামলা করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পৌর এলাকার বেউথা এলাকায় ওয়ার্ড বিএনপি অফিসে হামলা চালানো হয়। এ সময় ছাত্রদল নেতা ফারুক মিয়া আহত হয়েছেন।  

ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী সমর্থিত রাসেল, আব্দুল মালেক, মাহবুবুল আলম উজ্জ্বল, আব্দুল খালেক, মিজান, আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় পেট্রোল দিয়ে অফিসে অগ্নিসংযোগ করে আসবাবপত্র পুড়িয়ে ফেলে এবং ভাঙচুর করে। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক মিয়াকে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাতেই ঢাকায় রেফার্ড করেন। 

মানিকগঞ্জ সদর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। 

আরো পড়ুন:

এ বিষয়ে আহত ফারুক মিয়ার ভাই রুবেল হোসেন বাদী হয়ে পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানিয়েছেন।

ঢাকা/চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়