শ্রীপুরে আগুনে পুড়ল যুবলীগ নেতার অফিস ও চার দোকান
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুর বাজারে আগুন লেগে লেপ-তোশক ও ভাঙারির চারটি দোকান পুড়ে গেছে। এসময় পুড়ে যায় স্থানীয় এক যুবলীগ নেতার অফিস। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের মডেল মসজিদের উত্তর পাশে আগুন লাগে বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির।
ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর বাজারে জাকির হোসেনের ভাঙারির দোকান ও পাশে থাকা সোহরাব হোসেনের লেপ-তোশকের দোকানে আগুন লাগে। পরে ভাঙারির জিনিসপত্র ও লেপ-তোশকের তুলা-কাপড়ে থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে শ্রীপুর বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেনের লেপ-তোশকের দুটি দোকান, জাকির হোসেনের দুটি ভাঙারির দোকান এবং যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েলের অফিস পুড়ে যায়।
ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, “আমি এক পাশে কাজ করছিলাম। হঠাৎ দেখি পাশের টিনে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। লেপ-তোশক তৈরির মেশিন, তুলা ও কাপড় মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।”
ঢাকা/রফিক/মাসুদ