ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৭ ডিসেম্বর ২০২৪  
গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফেরদৌস হাসান

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফেরদৌস হাসান (২০) নামে যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার পৌর কেন্দ্রীয় কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস হাসান উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি এলাকার মফিজ খায়ের বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফেরদৌস জাজিরা গোডাউন মোড় এলাকায় মোটরসাইকেল গ্যারেজ চালাতেন। শনিবার সন্ধ্যায় তিনি নিজের মোটরসাইকেল নিয়ে পুরাতন বাজার যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। জাজিরা পৌর কেন্দ্রীয় কবরস্থান এলাকায় আসলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথম জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন। তিনি বলেন, এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/আকাশ/বকুল  


সর্বশেষ

পাঠকপ্রিয়