ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

শিবচরে মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

মাদারীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৮ ডিসেম্বর ২০২৪  
শিবচরে মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

মাদারীপুর জেলার শিবচরে পারিবারিক কলহের জের ধরে বাবার মারধরে আইরিন আক্তার মুক্তি (১৭) নামে এক কলেজছাত্রী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। 

রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যাদুয়ারচরে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাবা ফরহাদ গোমস্তা গা ঢাকা দিয়েছেন।

জানা গেছে, পারিবারিক ভাবে অনেক দিন ধরেই স্ত্রীর নাজমা বেগমের সাথে কলহ লেগে রয়েছে ফরহাদ গোমস্তার। সকালে মেয়ের ঘুম থেকে দেরিতে উঠা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কাঠ দিয়ে পেটাতে থাকে। এসময় মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। 

নিহতের মা নাজমা বেগম বলেন, “আমি রান্নাঘরে কাজ করছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মেয়ে আইরিন মাটিতে পড়ে আছে। আশেপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে আনতে আনতেই মেয়েটি মারা গেলো।” 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন, “সকালে এক নারী তার মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন। মেয়েটির শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর জখম ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।” 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, “পারিবারিক কলহের জের থেকেই সকালে এ ঘটনা ঘটে। মেয়েকে কাঠ দিয়ে পেটায়। এতে মাথায় আঘাত লাগলে তার মৃত্যু হয়।” 

তিনি আরো বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাবা পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হচ্ছে।”

ঢাকা/রিজভী/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়