ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১৮ ডিসেম্বর ২০২৪  
নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. রনি (৩২)। তিনি পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে। আহত অন্যরা হলেন- একই এলাকার আলম মিয়া (৫৫) ও  শুভ (১৯)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে স্থানীয় বিএনপি নেতা মো. লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আরো পড়ুন:

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক জন গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছেন।’’

ঢাকা/হৃদয়/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়