ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কাভার্ড ভ্যান কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ১৮ ডিসেম্বর ২০২৪  
কাভার্ড ভ্যান কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর কাভার্ড ভ্যানের ধাক্কায় আশরাফুল আলম (১৮) ও অসীম (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা বন্ধু ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সেতুর চট্টগ্রামগামী লেনে দুর্ঘটনাটি ঘটে বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। 

নিহত আশরাফুল আলম মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে এবং অসীম একই উপজেলার চরচৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে।

আরো পড়ুন:

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে দুই বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। রাত সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরছিলেন তারা। মেঘনা সেতুতে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই বন্ধু নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়