ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে লাশ হলেন বাবা-ছেলে

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২১ ডিসেম্বর ২০২৪  
টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে লাশ হলেন বাবা-ছেলে

টাঙ্গাইলের মধুপুরে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বড় আসড়া বাজারে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আসড়া গ্রামের কাঠ ব্যবসায়ী মৃত নওশেরের ছেলে মজিবুর রহমান (৫৮) এবং তার বড় ছেলে জাহিদ (২৭)।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী রুবেল মিয়া জানান, বাবা-ছেলে দুইজন আসড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাজারের পশ্চিম পাশে একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে বাবা-ছেলেকে বহনকারী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত‍্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। যে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়েছে সেটি নিয়ে চালক পালিয়ে গেছেন। 

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়