ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

নরসিংদীতে গাড়ি আটকে ৩ লাখ টাকা ডাকাতি 

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৫ মার্চ ২০২৫  
নরসিংদীতে গাড়ি আটকে ৩ লাখ টাকা ডাকাতি 

ফাইল ফটো

নরসিংদীর মনোহরদীর একটি সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা  নেসলে কম্পানির একটি পিকআপ ভ্যান আটকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

সোমবার (২৪ মার্চ) রাতে মনোহরদী-ড্রেমেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া স্লুইসগেটে ঘটনাটি ঘটে।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও কম্পানির লোকজনদের উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।”

আরো পড়ুন:

গাড়িচালক গফুরউদ্দিন জানান, সোমবার সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন নেসলে কম্পানির পরিবেশকের গুদাম থেকে পণ্য বিক্রির জন্য পিকআপ ভ্যানটি বের হয়। চকবাজার এবং নোয়াকান্দী বাজারে বিক্রি শেষে মনোহরদী ফিরছিল পিকআপ ভ্যানটি। মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া স্লুইসগেটের সামনে পৌঁছলে সাদা রঙের একটি হায়েস গাড়ি সড়কের মাঝে দাঁড় করিয়ে পিকআপ ভ্যানটিকে আটকায় ডাকাতরা। ওই গাড়ি থেকে নেমে আসা ৭-৮ জন মুখোশপড়া ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে পিকআপ ভ্যানটির সামনের গ্লাসে আঘাত করেন। 

তিনি আরো জানান, অন্য একজন গাড়ির দরজা খুলে ফেলেন। ডাকাতরা পিকআপ ভ্যানের ভেতরে থাকা দুই বিক্রয়কর্মীর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তারা দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

নেসলের মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাছুম মিয়া বলেন, “মালামাল বিক্রি শেষে ফেরার পথে ৭-৮ জন ডাকাত এসে গাড়ি ভেঙে ব্যাগে থাকা টাকা নিয়ে চলে যায়। ব্যাগে পণ্য বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা ছিল।”

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়