ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২৬ মার্চ ২০২৫  
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

ফাইল ফটো

ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।

বুধবার (২৬ মার্চ) যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২ পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।’’

‘‘এর মধ্যে, সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৫ হাজার ৩৫৪টি। টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।’’- যোগ করেন পাভেল।

তিনি আরো বলেন, ‘‘ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।’’

ঢাকা/কাওছার/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়