ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

‘বিএনপিতে সংস্কারপস্থিদের স্থান হবে না’ 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২৭ মার্চ ২০২৫  
‘বিএনপিতে সংস্কারপস্থিদের স্থান হবে না’ 

নারায়ণগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আছে, বিএনপিতে কোনো তাঁবেদার ও সংস্কারপন্থিদের স্থান হবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে তৃণমূল বিএনপি বদ্ধপরিকর।’’

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে সোনারগাঁও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘‘একদল কুচক্রীমহল দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যদি কেউ প্রমাণ দিতে পারেন, তাহলে তারেক রহমানের নির্দেশে সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’’

আরো পড়ুন:

সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদস্য সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু প্রমুখ।

আলোচনাসভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়