ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবির ব্যবহারিক পরীক্ষার ফি জমার তারিখ ঘোষণা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১৭ এপ্রিল ২০২৫  
জবির ব্যবহারিক পরীক্ষার ফি জমার তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংগীত, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক ‌পরীক্ষার ‌‘ফি’ জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এ ‘ফি’ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি দুটিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) সংগীত ও নাট্যকলা বিভাগ এবং ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফি জমা দিতে বলা হলো।

আগ্রহী প্রার্থীদের আগামী ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল রাত ১২টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে এ ফি জমা দিতে হবে।

পরে ওই ওয়েবসাইটে ব্যবহারিক পরীক্ষার ফি নাট্যকলার বিভাগের জন্য ৪০০ টাকা, সংগীত বিভাগের জন্য ৪০০ টাকা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের জন্য ৪০০ টাকা জমা দিতে হবে।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়