ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন গম্ভীর

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন গম্ভীর

ক্রীড়া ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গৌতম গাম্ভীর। ১৯৯৯-২০০০ মৌসুমে ভারতীয় ক্রিকেটের সঙ্গে পথচলা শুরু হয়েছিল তার। প্রায় দুই দশক পর সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জয়ী এ তারকা।

আগামী ৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় দিল্লী ও অন্ধ্র প্রদেশের মধ্যকার রঞ্জি ট্রফির ম্যাচটি তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হতে চলেছে।

বাংলাদেশের বিপক্ষে ২০০৩ সালে ওয়ানডেতে অভিষেক হয় গৌতম গম্ভীরের। ভারতের হয়ে ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন তিনি।

এছাড়া টিম ইন্ডিয়ার হয়ে গম্ভীর সাদা পোষাকে ডাক পান ২০০৪ সালে। সবশেষ ২০১৬ সালে ঘরের মাঠ রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে দলটির হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

ভারতের প্রাক্তন ওপেনার গম্ভীর ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৪১.৯৫ গড়ে তার মোট রান ৪ হাজার ১৫৪। এছাড়া ওয়ানডেতে ৩৯.৬৮ গড়ে ৫ হাজার ২৩৪ রানসহ সব ফরম্যাটে ১০ হাজারের বেশী রান সংগ্রহ করেছেন ৩৭ বছর বয়সি এ তারকা।



রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়