ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘রিটার্নিং কর্মকর্তার কাছে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রিটার্নিং কর্মকর্তার কাছে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়’

নিজস্ব প্রতিবেদক : সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ না করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ নিয়ে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় বলে উল্লেখ করেছেন ঢাকার বিভাগীয় নির্বাচন কমিশনার কে এম আলী আজম।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনের আয়োজনে বিভিন্ন আসনের (ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ ) প্রার্থীদের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা উল্লেখ করেন। মতবিনিময় সভায় এসব এলাকার বিভিন্ন দলের প্রার্থীরা অংশ নেন।

তিনি বলেন, ‘কিছু কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়ে এসেছি। আগামী এক সপ্তাহ আরো সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো।’ যারা আচরণবিধি ভঙ্গ করে নানা কাজ করেছেন তাদেরকে তা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৮/আসাদ/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়