ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

আয়ারল্যান্ডে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়ারল্যান্ডে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে আয়ারল্যান্ড পৌঁছায় জাতীয় ক্রিকেট দল।

সময় নষ্ট না করে বৃহস্পতিবারই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। রাতে আয়ারল্যান্ডে পৌঁছার পর সোজা হোটেলে যায় টিম বাংলাদেশ। সকালে মিটিং করে পুরো দল। বিকেলে অনুশীলনে নামে পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে।

ফরহাদ রেজা ও সাকিব আল হাসান দলের সঙ্গে না গেলেও আয়ারল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
 


বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে ৫ মে মাশরাফির দল প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে।
 


১৭ মে বাংলাদেশ দল ইংল্যান্ড যাবে। বিশ্বকাপের আগে লেস্টারশায়ারে কন্ডিশনিং ক্যাম্প করবে পুরো দল। ৩০ মে বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ জুন। এর আগে বাংলাদেশ খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ