ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এবি ব্যাংকের ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষা কর্মসূচি

জেনিস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবি ব্যাংকের ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষা কর্মসূচি

রাইজিংবিডি ডেস্ক : সাম্প্রতিক সময়ে মশাবাহিত রোগ, যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে এই রোগে মৃতের সংখ্যা।

প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ।সরকারি হিসাবে এ বছর মারা গেছে ২৩ জন।বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ১১০ জন ।

এদিকে এবি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনদিন ব্যাপি “ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষা” কর্মসূচী গ্রহন করেছে। এই কর্মসূচীর আওতায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গু মশা নিধনের ঔষধ দেওয়া হয়েছে।

ডেঙ্গুর প্রাদুর্ভাবের শঙ্কায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলোজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, ‘ঢাকা থেকেই ডেঙ্গু রোগ ঢাকার বাইরে ছড়িয়েছে। রাজধানীর বাইরে যারা আক্রান্ত তারা সম্প্রতি কখনো না কখনো ঢাকায় এসেছিলেন বা যারা গেছেন, তাদের থেকে অন্যদের ছড়িয়েছে।

ঈদে ঢাকার বাইরে আরো বেশি ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও শঙ্কা প্রকাশ করেছেন।

ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত ঢাকায় থাকাদের ঢাকার বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, চলতি বছর জানুয়ারিতে ৩৭, ফেব্রয়ারিতে ১৯, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে ১৯৩, জুনে ১৮৬৩, জুলাইতে ১৫৫৬০ এবং আগস্টে এ পর্যন্ত (৪ আগস্ট) ৬৯৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এপ্রিলে ২ জন, জুনে ৩ জন, জুলাইয়ে ১৩ জন মারা গেছেন।


রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়