ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম বাণিজ্য সম্মেলন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম বাণিজ্য সম্মেলন

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ-অস্টেলিয়া বাণিজ‌্য সম্মেলন।

দু’দেশের মধ্যে বাণিজ্যিক বাধা দূরীকরণ ও বাণিজ্য বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়াতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়। বৃহস্পতিবার এ বাণিজ‌্য সম্মেলন শুরু হয়ে শুক্রবার তা শেষ হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদের মানসম্পন্ন বিনিয়োগের আহ্বান জানানো হয়।

বাংলাদেশি পণ্যের মান উন্নীত করার জন্য আন্তর্জাতিক কারিগরি সহায়তা ও দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার এবং এ বিষয়ে প্রযুক্তি ও কারিগরি সহযোগিতার ক্ষেত্রে অষ্ট্রেলিয়ার সহায়তা প্রদান করতে পারে মর্মে আলোচনা করা হয়।

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সেশনে কারিগরি শিক্ষার মানউন্নয়ন, উচ্চশিক্ষার অধিকতর সুযোগ,  বাংলাদেশি ছাত্রদের ক্ষেত্রে অষ্ট্রেলিয়া ভিসাপ্রাপ্তির বাধাসমূহ, অষ্ট্রেলিয়াতে প্রশিক্ষণ মাধ্যমে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করা হয়।

অস্ট্রেলিয়ায় অবকাঠামো, খনিজ শিল্প ও বয়স্ক সেবা খাতে বাংলাদেশি সনদপত্র স্বীকৃতি প্রদানের লক্ষ্যে একটি চুক্তি করার প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

এ বিষয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করা প্রয়োজন মর্মে আলোচকরা মতামত দেন।


ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়