ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিতাস গ্যাসে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিতাস গ্যাসে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে করপূর্ব ৬২৬ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা এবং প্রতিটি শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানি ১৬ হাজার ৫৬৭ দশমিক ৬১ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ১৪ হাজার ১৫৩ কোটি ৯৩ লাখ টাকা রাজস্ব আয় করে। যা বিগত অর্থবছরের তুলনায়  দশমিক ২৫ শতাংশ কম। আলোচ্য অর্থবছরে কোম্পানির করপূর্ব ও কর পরবর্তী মুনাফার পরিমাণ যথাক্রমে ৬২৬ কোটি ৬৩ লাখ ও ৪৬৪ কোটি ৪৭ লাখ টাকা।

উল্লিখিত মুনাফার বিপরীতে কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। হিসাবমতে, প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে আর্নিং পার শেয়ার (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৭০ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানি বিভিন্ন খাতে রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করেছে ৫৯২ কোটি ৫৫ লাখ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও তিতাস বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালকমণ্ডলী ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।


ঢাকা/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়