ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

বেতন হয়নি ৭৭ হাজার ৯১৭ শ্রমিকের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেতন হয়নি ৭৭ হাজার ৯১৭ শ্রমিকের

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আশ্বাসের সময়সীমা শেষ হলেও এখনো সদস্যভুক্ত ১১০টি কারখানার ৭৭ হাজার ৯১৭ শ্রমিক এখনো বেতন-ভাতা পাননি।

সংগঠনটির সদস্যভুক্ত দুই হাজার ২৭৪টি কারখানায় কর্মরত ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে দুই হাজার ১৬৪ কারখানার মালিক তাদের শ্রমিকের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করেছেন।  তাদের হিসাবে ৯৫.১৬ শতাংশ শ্রমিক বেতন-ভাতা পেয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএর তথ্য বলছে, বর্তমানে সদস্যভুক্ত কারখানায় কর্মরত ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২১ এপ্রিল পর্যন্ত মার্চ মাসের বেতন পেয়েছেন ২৩ লাখ ৯৪ হাজার ৫শ শ্রমিক।  এ হিসাবে এখনো মার্চ মাসের বেতন পাননি ৭৭ হাজার ৯১৭ গার্মেন্টস শ্রমিক।

বিজিএমইএ’র তথ্যানুসারে, দুই হাজার ২৭৪ কারখানার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩৩৯ কারখানা, গাজীপুরের ৭৬৯ কারখানা, নারায়ণগঞ্জ এলাকার ২৬০ কারখানা, সাভারের ৪৬০ কারখানা, চট্টগ্রামের ২৯৭ কারখানা এবং প্রত্যন্ত এলাকার ৩৯টি অঞ্চলের গার্মেন্টসের মালিকরা বেতন পরিশোধ করেছেন। এছাড়া বাকিদের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন।

যদিও বিজিএমই ২০ এপ্রিলের মধ্যে সদস্যভুক্ত সব শ্রমিকের বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল। এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, বেশিরভাগ বড় বড় প্রতিষ্ঠান মার্চের বেতন পরিশোধ করেছে।  যারা বেতন দেননি তাদের অধিকাংশ ছোট ছোট প্রতিষ্ঠান। তাদের সঙ্গে আলোচনা চলছে। আর্থিক সমস্যা, ব্যাংকিং জটিলতা ও চলমান পরিস্থিতিতে যাতায়াতের কারণে বেতন পরিশোধ করতে কিছুটা সমস্যা হচ্ছে।  আশা করছি ২২ এপ্রিলের মধ্যে শতভাগ শ্রমিক মার্চে বেতন পাবেন।

অন্যদিকে শ্রমিক নেত্রী নাজমা আক্তার বলেন, এপ্রিল শেষ হতে চললো এখনো সব শ্রমিকদের বেতন হয়নি। বিষয়টি দুঃখজনক।  মালিকদের আরও আন্তরিক হওয়া উচিত ছিল। তবে আমরা এখনো আশাবাদী।

এদিকে বেতন না পেয়ে করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়েও মার্চ মাসের বেতন-ভাতার দাবিতে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

গত ১৩ এপ্রিল এক বিবৃতিতে চলমান করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিকদের মার্চের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।


ঢাকা/এম এ রহমান/জেডআর

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়