ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইন লঙ্ঘন করায় প্রগ্রেসিভ লাইফকে সতর্কতার সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইন লঙ্ঘন করায় প্রগ্রেসিভ লাইফকে সতর্কতার সিদ্ধান্ত

যথাসময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কমিশনে দাখিল না করায় পুঁজিবাজারের বিমাখাতের তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৯ এপ্রিল) কমিশনের ৭২৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স তাদের ৩১ ডিসেম্বর ২০১৪ সালের নিরীক্ষা আর্থিক প্রতিবেদন যথাসময়ে কমিশনে দাখিলে ব্যর্থ হয়েছে। ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ১৯৮৭ এর রুল ১২ এর ৩(এ) ভঙ্গ করেছে। এছাড়াও কোম্পানিটি ৩১ মার্চ ২০১৫ সালের সমাপ্ত ত্রৈমাসিক প্রতিবেদন কমিশনে দাখিলে ব্যর্থ হয়েছে বিধায় কমিশনের ২০০৯ সালের সেপ্টেম্বর ২৭ জারি করা নোটিফিকেশন (এসইসি/সিএমআরআরসিডি ২০০৮-১৮৩/এডমিন/০৩=৩১) ভঙ্গ হয়েছে। যদিও পরবর্তীতে কোম্পানিটি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কমিশনে দাখিল করেছে।

উক্ত আইন লঙ্ঘনের কারণে কমিশন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

 

ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়