ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ব্যাংক ঋণের সুদ ৩১ মে পর্যন্ত স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাংক ঋণের সুদ ৩১ মে পর্যন্ত স্থগিত

করোনা পরিস্থিতিতে এপ্রিল-মে মাসের সব ধরনের ঋণের সুদ স্থগিত করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, গত ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত সুদ বা মুনাফা 'সুদবিহীন ব্লকড হিসাবে' স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লক হিসাবে স্থানান্তরিত গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না।

এতে আরও বলা হয়েছে, কোনো ব্যাংক ইতোমধ্যেই কোনো ঋণের সুদ আয় খাতে স্থানান্তর করে থাকলে তা রিজার্ভ এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে। ব্লকড হিসাবে রক্ষিত মুনাফা সমন্বয়ের বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।


ঢাকা/এমএরহমান/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ