ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিদ্যানন্দকে ইউসিবি ক্যাপিটালের একদিনের বেতন অনুদান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যানন্দকে ইউসিবি ক্যাপিটালের একদিনের বেতন অনুদান

করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশনে এপ্রিল মাসের একদিনের বেতন অনুদান হিসেবে দিয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

সোমবার (১১ মে) ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সমাজের অন্যদের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এবং স্বল্প আয়ের মানুষদের সাহায়তা জন্য এ উদ্যোগ নিয়েছে।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক চাহিদা মেটাতে অক্লান্ত ভূমিকার জন্য এই ফাউন্ডেশনটি অত্যন্ত সম্মানিত। দান করা অর্থ দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য ব্যবহার করা হবে।

এই পবিত্র রমজান মাসে, ফাউন্ডেশন প্রতিদিন প্রায় ২৪ হাজার লোককে রান্না করা খাবার বিতরণের পরিকল্পনা করে। পাশাপাশি প্রায় তিন লাখ পরিবারকে খাদ্য সহায়তা সরবরাহ করছে।


এনটি/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়