ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুঁজিবাজার চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৫, ১২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুঁজিবাজার চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারের লেনদেন চালু করার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হস্তক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

সোমবার (১১ মে) এক ভিডিও বার্তায় তিনি স্টক এক্সচেঞ্জের লেনদেন চালু করার বিষ‌য়ে আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘করোনাভাইরাসে বিশ্বের অনেক দেশে লকডাউন থাকলেও কোনো দেশেই পুঁজিবাজারে লেনদেন বন্ধ করা হয়নি। বিধায় বিশ্বায়ন ব্যবস্থায় বাংলাদেশ অন্য দেশ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। করোনার কারণে বিশ্বের কোথাও লেনদেন বন্ধ রাখা হয়নি। আমাদের দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখা যুক্তিসংগত হবে না।’

রকিবুর রহমান বলেন, যেহেতু বিএসইসি শেয়ারের ফ্লোর প্রাইস (শেয়ারের দামের সর্বনিম্ন সীমা) বেঁধে দিয়েছে, তাই বাজারে দর পতনেরও কোনো ভয় নেই। বরং বাংলাদেশ ব্যাংক দেশের তফসিলি ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকা করে যে তহবিল সুবিধা দিয়েছে, তা এই সময়ে বিনিয়োগে এসে বাজারকে সাপোর্ট দিতে পারে। মানবিক কারণে হলেও পুঁজিবাজারে লেনদেন চালু করা জরুরি।

প্রসঙ্গত, সারা দেশে করোনাভাইরাসের প্রভাব মোকা‌বিলায় গত ২৬ মার্চ থেকে উভয় স্টেক এক্সচেঞ্জে লেনদেন কাযর্ক্রম বন্ধ রাখা হয়েছে।


ঢাকা/এন‌টি/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়