ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বুধবার ৪ কোম্পানির লেনদেন বন্ধ, ৭ কোম্পা‌নির চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বুধবার ৪ কোম্পানির লেনদেন বন্ধ, ৭ কোম্পা‌নির চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ারের লেনদেন বুধবার (০৩ জুন) বন্ধ থাকবে।  লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পা‌নিগু‌লোর এ লেনদেন বন্ধ থাক‌বে।

একই‌দিন তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ারের লেনদেন চালু হবে।  মঙ্গলবার (০২ জুন) রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন বন্ধ রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেন‌দেন বন্ধ থাকা কোম্পানিগু‌লো হলো- রেকিট বেনকিজার, উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।

জানা গেছে, রেকর্ড ডেটের কারণে বুধবার এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।  বৃহস্পতিবার (০৪ জুন) যথারীতি কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ফের শুরু হবে।

এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে মঙ্গলবার।

এ‌দি‌কে লেন‌দেন চালু হতে যাওয়া কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক, লাফার্জহোলসিম, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, বিজিআইসি, মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়া।

মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।


ঢাকা/এন‌টি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়