ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তৃতীয় প্রান্তিকে এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তৃতীয় প্রান্তিকে এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে বস্ত্রখাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  প্রতিবেদনে দেখা যায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

রোববার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদনে উল্লেখ রয়েছে, এনভয় টেক্সটাইলের হিসাব বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি-মার্চ, ২০২০) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯১ পয়সা।  আগের বছরের একই সময়ে যা ছিল ৮৮  পয়সা।

আর প্রথম তিন প্রান্তিক তথা হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই ১৯-মার্চ ২০) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ০৬ পয়সা।  গত অর্থবছরের একই সময়ে মুনাফা ছিল ২ টাকা ৬০ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৪ টাকা ০২ পয়সা।  আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা।

আর ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৮ টাকা ৮৬ পয়সা।



ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়