ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সোশ্যাল ইসলামী ব্যাংকের আটটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ১৪ সেপ্টেম্বর ২০২১  
সোশ্যাল ইসলামী ব্যাংকের আটটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) দেশব্যাপী আটটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় হতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

আউটলেটগুলো হলো- গাজীরহাট ও পেড়লী বাজার (নড়াইল), টনকী বাজার (কুমিল্লা), তারেরঘাট বাজার (কিশোরগঞ্জ), মঠবাড়ীয়া বাজার (পিরোজপুর), তন্তর বাজার (ব্রাহ্মণবাড়ীয়া), পথের বাজার (খুলনা) এবং মিরিকপুর বাজার (লক্ষ্মীপুর)।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সিরাজুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ঢাকা/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়