ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

মার্কেন্টাইল ব্যাংক ১-৫ অক্টোবর বন্ধ থাকবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২১  
মার্কেন্টাইল ব্যাংক ১-৫ অক্টোবর বন্ধ থাকবে

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আগামী অক্টোবর মাসের শুরুতে ৫ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফট্ওয়্যার আপগ্রেডেশন কার্যক্রমের জন্য ১ থেকে ৫ অক্টোবর ব্যাংকটির সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে এক নির্দেশনায় জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৫ অক্টেবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট  অব অফ-সাইট সুপারভিশন  থেকে জারি করা এ সংক্রান্ত একটি নির্দেশনাটি সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফট্ওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর ব্যাংকিং কার্যক্রম সাময়িক ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।  আলোচ্য সময়ে সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের আবেদন গতকাল ১৪  সেপ্টেম্বর অনুমোদন বা সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এনএফ/এমএম


সর্বশেষ

পাঠকপ্রিয়