ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

‘বাংলাদেশে গোল্ড ব্যাংক হবে’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ২৩ মে ২০২২  
‘বাংলাদেশে গোল্ড ব্যাংক হবে’

নারায়ণগঞ্জে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে অতিথিরা বলেছেন, ‘স্বর্ণ ব্যবসায় গত ২৬ বছরে যা হয়নি, তা মাত্র ৬ মাসে সম্ভব হয়েছে বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীরের জন্য। তার ব্যবসায় পরিচালনার বিশেষ দক্ষতা ও দূরদৃষ্টি আমাদেরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আগামীতে বাংলাদেশের জুয়েলারি শিল্প আরও সমৃদ্ধ হবে। অদূর ভবিষ্যতে স্বর্ণের বারে লেখা থাকবে—মেড ইন বাংলাদেশ। বাংলাদেশে গোল্ড ব্যাংক হবে।’

সোমবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত গ্র্যান্ড হল রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। এ সময় বাজুসের নারায়ণগঞ্জ শাখার ২২০ জন নতুন সদস্যকে বরণ করে নেওয়া হয়। তাদের হাতে সদস্য পত্র, বাজুস সার্টিফিকেট, ফুল, আইডি কার্ড তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি এম এ ওয়াদুদ খান বলেন, ‘নারায়ণগঞ্জে ভালো অলঙ্কার বিক্রি হয়। এখানে যারা খারাপ মাল বিক্রি করে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। জুয়েলারির মান উন্নয়নের বিকল্প নেই। আমরা এমন এক ব্যবসায় আছি, যা এ দেশের সংস্কৃতির সাথে জড়িয়ে আছে।’

তিনি বলেন, ‘আপনারা স্বর্ণ মেমোর মাধ্যমে নিবেন এবং এনআইডি রাখবেন। তারপরও পুলিশ হয়রানি করতে আসলে আমরা দেখব। আপনারা সৎভাবে ব্যবসায় করবেন। যে দোকানে বাজুসের লোগো নেই, সেখান থেকে কেউ জুয়েলারি কিনলে প্রতারিত হতে পারেন।’

বিশেষ অতিথি দিলীপ কুমার রায় বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা বাজুসের চেয়ে কম দামে বিক্রি করে। কম দামে খারাপ মানের পণ্য পাওয়া যায় ৷ আমরা মান ধরে রাখতে চাই।’

অনুষ্ঠানে অন্য অতিথি ও ব্যবসায়ীরা বলেন, ‘আগামীতে বাজুসের নিবন্ধন ছাড়া কেউ বৈধভাবে স্বর্ণ ব্যবসা করতে পারবেন না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে জুয়েলারি শিল্পের ইতিহাস বদলে দিতে চাই। আমাদের নতুন নেতৃত্ব জুয়েলারি ব্যবসায়ীদের জন্য গোল্ড ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। তরল সোনা রিফাইন করে বিদেশে রপ্তানির পরিকল্পনা করছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বাজুসের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ। উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, সহ-সম্পাদক মাসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য মো. রিপনুল হাসান, নারায়ণগঞ্জ জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন সেলিম, স্বর্ণ ব্যবসায়ী মনির হাসান খান, ফারুক আহমেদ, আমীর হোসেন খান, অভিজিৎ রায়, গোলাম মোহাম্মদ খোকা, লিটন খন্দকার, নজরুল ইসলাম রোমান, আসাদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাজুসের সভাপতির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল।

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়