ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগদের আয়োজনে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৯ অক্টোবর ২০২৩  
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগদের আয়োজনে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্বকাপ ফুটবলের জমজমাট উৎসব করার পর এবার একইভাবে ক্রিকেট বিশ্বকাপও জায়ান্ট স্ক্রিনে দেখানোর আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। বিশ্বকাপের পর্দা ওঠার দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র বা টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিদিন শত সহস্র আগ্রহী দর্শক নগদের এ বিশ্বকাপ আয়োজনে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উৎসাহ বাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুটি ভেন্যুতে খেলা দেখানোর প্রস্তুতি নিয়ে রেখেছে নগদ। সেজন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে। নগদের এ আয়োজনে সহায়তা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ ছাত্রলীগ।  

ক্রিকেট বিশ্বকাপ ও বাংলাদেশ দল নিয়ে নিজেদের উৎসাহ এরইমধ্যে নানাভাবে প্রমাণ করেছে নগদ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ঘোষণা দিয়েছেন, এবার বাংলাদেশ দল বিশ্বকাপ জিততে পারলে স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়া হবে। টিএসসিতে জায়ান্ট স্ক্রিনে ক্রিকেট ম্যাচ দেখানোও ক্রিকেটের প্রতি নগদ কর্তৃপক্ষের ভালোবাসারই বহিঃপ্রকাশ।

এর আগে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করে নগদ। তখন গোটা ফুটবল বিশ্বে এ আয়োজন সাড়া ফেলেছিল। প্রখ্যাত সব খেলোয়াড়, বিভিন্ন সংস্থা এবং নানা দেশের সরকারও নগদের এ আয়োজনের ছবি ও খবর প্রকাশ করেছিল। সেই সময়ই নগদ প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্রিকেট বিশ্বকাপেও এভাবে পাশে থাকবে।  

এ প্রতিশ্রুতি অনুযায়ী শুরু থেকে ভারতে চলমান ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেলা সম্প্রচার শুরু করে দেশের অন্যতম সেরা এ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। টিএসসিতে এ সম্প্রচার ইতোমধ্যে হাজারো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। মানুষ দূরদূরান্ত থেকে সপরিবারে খেলা দেখতে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্র-ছাত্রীরা জমিয়ে রেখেছেন টিএসসি প্রান্তর। মনে হচ্ছে স্টেডিয়ামের গ্যালারিতে বসেই সবাই খেলা দেখছেন। ম্যাচের বিরতিতে দর্শকদের মনোরঞ্জনের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে নগদের পক্ষ থেকে।

বিশেষ করে বাংলাদেশের ম্যাচের দিন টিএসসিতে ছিল উপচেপড়া ভিড়। এ ভিড়ের মধ্যে খেলা দেখতে দেখতে রিকশাচালক মোহাম্মদ মিঠুন বলেন, আমার রিকশায় করে বিশ্বকাপের সময় মানুষ দুই-তিনশ টাকা ভাড়া দিয়ে খেলা দেখতে আসছে। আমি আজ রিকশা চালালে অনেকগুলো টাকা ইনকাম হত। কিন্তু টাকার চেয়ে আমার এখানে খেলা দেখে বেশি আনন্দ লাগছে।

নগদ তাদের প্রতিশ্রুতি মতো টিএসসিতে খেলা দেখাতে শুরু করেছে। এ বিপুল সাড়া পেয়ে প্রতিষ্ঠানটি সন্তোষ প্রকাশ করেছে। নগদের কর্মকর্তারা জানান, এ সাড়া অব্যাহত থাকলে খেলা দেখানোর ভেন্যু বাড়ানো হবে।  

জায়ান্ট স্ক্রিনে ক্রিকেট বিশ্বকাপ দেখানো সম্পর্কে বলতে গিয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমরা সব সময় তারুণ্য ও খেলাধুলার সঙ্গে থাকতে চাই। এ বিশ্বকাপে বাংলাদেশ খেলছে। তাই এ বিশ্বকাপ দেখার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব বলে আমরা মনে করেছি। তাছাড়া নগদ পরিবর্তনের কথা বলে। আমরা আশা করি, এ বিশ্বকাপ জয় করে বাংলাদেশ দল আমাদের জন্য একটা নতুন কিছু নিয়ে আসবে।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে সাকিব আল হাসান ও তামিম ইকবালের একসঙ্গে ‘ওয়ান মোর টাইম’ শিরোনামে নগদের ভিডিও কন্টেন্ট এরইমধ্যে সারাদেশে সাড়া ফেলেছে। এছাড়া নগদ দর্শকের বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা আরও সহজ করতে নিয়ে এসেছে ভিন্ন একটি অফারও। প্রায় ২০০ টাকার প্যাকেজ নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকায় কিনে র‌্যাবিটহোল থেকে পুরো বিশ্বকাপ দেখতে পাবেন দর্শকরা।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়