ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

নোয়াখালীতে রূপালী ব্যাংকের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সভা 

সংবাদ বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ২৭ নভেম্বর ২০২৩  
নোয়াখালীতে রূপালী ব্যাংকের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সভা 

নোয়াখালীতে রূপালী ব্যাংকের স্টেকহোল্ডারদের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের উদ্যোগে গত শনিবার (২৫ নভেম্বর) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার শেখ কামাল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন ও ডিজিএম রূপক কুমার রক্ষিত, প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের ডিজিএম প্রবীর কুমার চক্রবর্তী এবং নোয়াখালী জোনাল অফিসের আওতাধীন শাখা ব্যবস্থাপক ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। 

সভায় ব্যাংকের সেবার মান, অভিযোগের ধরণ ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যাংকের রেমিট্যান্স, আরটিজিএস ও অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন গ্রাহকরা। বিশেষ করে, রূপালী ব্যাংকে আরটিজিএস, অনলাইন ও ইএফটি সেবা ফ্রি হওয়ায় গ্রাহকরা প্রশংসা করেন।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়