ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ৩ পর্বে পুরস্কার পেলেন ৩২ বিজয়ী 

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২৮ ডিসেম্বর ২০২৩  
ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ৩ পর্বে পুরস্কার পেলেন ৩২ বিজয়ী 

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র অনুষ্ঠানে অতিথিরা

এবারের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং প্রথম আলোর উদ্যোগে পাঠকদের জন্য আয়োজন করা হয়েছিল ‘ওয়ালটন–প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’। গত ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘কুপন’ পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে পাঠকেরা কুইজে অংশ নেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এই কুইজের র‍্যাফল ড্র হয়েছে। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে র‍্যাফল ড্রয়ের মাধ্যমে পূর্বের ঘোষণা অনুযায়ী বেছে নেওয়া হয় ৩২ জন বিজয়ীকে।

প্রথম পর্বের প্রথম থেকে ষষ্ঠ বিজয়ী পাবেন যথাক্রমে রেফ্রিজারেটর একটি, ৪৩ ইঞ্চি এলইডি টিভি একটি, ৩২ ইঞ্চি এলইডি টিভি একটি, মাইক্রোওয়েভ ওভেন একটি, রাইস কুকার তিনজনের প্রত্যেকে একটি করে, ব্লেন্ডার তিনজনের প্রত্যেকে একটি করে।

আরো পড়ুন:

দ্বিতীয় এবং মেগা ড্রয়ের প্রথম থেকে সপ্তম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে দেড় টনের এয়ারকন্ডিশনার একটি করে মোট দুটি, রেফ্রিজারেটর একটি করে মোট দুটি, ৪৩ ইঞ্চি এলইডি টিভি একটি করে মোট দুটি, ৩২ ইঞ্চি এলইডি টিভি একটি করে মোট দুটি, মাইক্রোওয়েভ ওভেন একটি করে মোট দুটি, রাইস কুকার প্রত্যেকে একটি করে মোট ছয়টি, ব্লেন্ডার প্রত্যেকে একটি করে মোট ছয়টি। পুরস্কারগুলো বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই তাদের পৌঁছে দেওয়া হবে।

র‍্যাফল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব পিআর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং মোহাম্মদ শাহজাদা সেলিম, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এস এম আতিকুর রহমান, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মুনির হাসান, বিজ্ঞাপন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. হাসান তারেক, ব্যবস্থাপক মনিরুজ্জামান ও যুব কার্যক্রম বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. বায়েজিদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়