জেআর ফার্মার সঙ্গে ওয়ালটনের চুক্তি
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জেআর ফার্মা লিমিটেডের সঙ্গে কর্পোরেট যুক্তির আওতায় সকল পণ্যে সুবিধা দিতে চুক্তি সই করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রংপুরের জীবন বীমা মোড়স্থ ওয়ালটন প্লাজায় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেআর ফার্মা এবং ওয়ালটনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
জেআর ফার্মা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হযরত আলী এবং ওয়ালটনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার শাকিলুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় জেআর ফার্মার পরিচালক মেহেদী হাসান, দৈনিক সকালের বাণীর বার্তা সম্পাদক এস এম ইকবাল সুমন, ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার শাহাদত হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার শাহিনুর আলম টুটুল, ব্রাঞ্চ ম্যানেজার সুজা উদ্দিন ও ওয়ালটন প্লাজার সহকারী ম্যানেজার আল-আমিন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে জেআর ফার্মা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হযরত আলী বলেন, ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।
ওয়ালটনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার শাকিলুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে।
আমিরুল/কেআই