ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সোনালী ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন 

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১৭ মার্চ ২০২৪  
সোনালী ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন 

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে দিনের শুরুতে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি এতিমখানায় ব্যাংকের পক্ষ থেকে এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ব্যাংকের এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়