বান্দরবান ভ্রমণে আতিথেয়তা দেবে ‘গ্রিনপিক’ রিসোর্ট
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
পাহাড় আর বান্দরবান— যখনই আমরা এই নামটি শুনি, তখনই মনে যে জায়গাটির প্রথম চিত্র ভাসে তা হলো দেশের উপজাতি ও তাদের জীবনযাত্রা। উঁচু-নিচু, আঁকাবাঁকা রাস্তা, বিশাল পাহাড়, মেঘমালা সবকিছু তখন চিন্তায় ঘুরপাক খায়।
এসব কিছু মাথায় রেখে ‘গ্রিনপিক রিসোর্ট’ আপনাকে বান্দরবানে স্বাগত জানাচ্ছে।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রিনপিক রিসোর্ট আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। পাহাড়ের ওপর ইনফিনিটি পুল, বিলাসবহুল হিল ভিউ কটেজ, সুস্বাদু পাহাড়ি সাইটের খাবার আর আন্তরিক পরিষেবা আপনার ভ্রমণকে করবে মনোমুগ্ধকর। আর রোজার মাসে রুম বুকিংয়ে ৫০ শতাংশ ছাড় তো থাকছেই।
যোগাযোগ: গ্রিনপিক রিসোর্ট, টিটিসির বিপরীতে মেঘলা, বান্দরবান, চট্টগ্রাম। +88017 58 554466 ও +88017 93 339222
চিশতি/এনএইচ