সিক্রেট রেসিপি ফ্ল্যাগশিপ আউটলেট এখন চট্টগ্রামের জামাল খান রোডে
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
মালয়েশিয়ার বিখ্যাত ক্যাফে চেইন অ্যান্ড রেস্টুরেন্ট-সিক্রেট রেসিপি এখন চট্টগ্রামের জামাল খান রোডে।
দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী ও ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন ৬ এপ্রিল বিকেলে আনুষ্ঠানিকভাবে সিক্রেট রেসিপির জামাল খান প্রিমিয়াম আউটলেটটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তসলিম কবির এবং সিক্রেট রেসিপির হেড অব বিজনেস কেএসএম মুহিত-উল-বারী ও অপারেশন্স ম্যানেজার রাকিব হোসেন।
চট্টগ্রামের প্রিমিয়াম লোকেশনে সিপিডিএল লেভিনেট ১১৫/এ, ১১৫/বি জামাল খান রোডে অবস্থিত এই আউটলেটে রয়েছে sweet, savouri ও drinks-এর বৈচিত্র্যময় সমারোহ।
/এনএইচ/