ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইনের বর্ণাঢ্য র‌্যালি

সংবাদ বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৩০ মে ২০২৪  
সাভারে ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইনের বর্ণাঢ্য র‌্যালি

‘সেরা পণ্যে সেরা অফার, ননস্টপ মিলিয়নিয়ার’; ‘৩০ জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার’; ‘রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার,’ এরকম নানা চমকপ্রদ অফারসম্বলিত ব্যানার, প্যানা, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সাভারে ওয়ালটন ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এ ঘোষিত ননস্টপ মিলিয়নিয়ার অফারের বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। 

গত ২৫ মে ওয়ালটন প্লাজার ডিভিশন-৩, সাভার এরিয়ার পক্ষ থেকে শতাধিক গাড়ি নিয়ে জাঁকজমকপূর্ণভাবে র‌্যালি বের করা হয়। ওই দিন ওয়ালটন প্লাজা বাইপাইল শাখায় ফিতা কেটে এবং জাতীয় স্মৃতিসৌধের সামনে বেলুন ও কবুতর উড়ানোর মাধ্যোমে ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়। 

র‌্যালির পাশাপাশি জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল—গরমে সুস্থ থাকার বিষয়ে জনসচেতনতা সৃস্টি, ঠান্ডা শরবত  খাওয়ানো, স্থানীয় ক্রেতাদের ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করা, বাউল শিল্পী দিয়ে বিভিন্ন স্থানে গানের মাধ্যোমে ক্যাম্পেইনের প্রচার চালানো। 

একরাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়