ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কিনকেয়ার ও কসমেটিকস ব্র্যান্ডের সাথে যুক্ত হলেন নাজিফা তুষি

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ৩১ মে ২০২৪  
স্কিনকেয়ার ও কসমেটিকস ব্র্যান্ডের সাথে যুক্ত হলেন নাজিফা তুষি

রিমার্ক এলএলসি, ইউএসএ’র অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবির কালার কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সাথে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা নাজিফা তুষি।

বুধবার (৮ মে) রাজধানীর গুলশানে রিমার্ক এইচবির কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

স্কিনকেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড লিলির পক্ষে নাজিফা তুষির সাথে চুক্তি সই করেন প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস হাসান ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে নাজিফা তুষি বলেন, লিলির প্রসাধনী সামগ্রী রূপচর্চা ও ত্বকের যত্ন দুই’ই নিশ্চিত করে। এরকম একটি ভার্সেটাইল ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। এখন থেকে লিলির বিভিন্ন বিজ্ঞাপন ও অন্যান্য প্রমোশনাল কার্যক্রমে আমাকে দেখতে পাবেন ভক্তরা।

অনুষ্ঠানে লিলির হেড অব বিজনেস হাসান ফারুক বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেনটিক স্কিনকেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড লিলি অল্প সময়ের মধ্যেই ভোক্তাদের মন জয় করে নিয়েছে। সর্বোচ্চ মান ও সেবা নিয়ে ভোক্তাদের আরও কাছাকাছি পৌঁছে যেতে নাজিফা তুষির মতো একজন গুণী এবং জনপ্রিয় অভিনেত্রীর সাথে আমাদের সংযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই লিলির সাথে নাজিফা তুষির মত প্রতিভাবান শিল্পীকে পেয়ে আমরা আনন্দিত।

উল্লেখ্য, রিমার্কের সাথে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম, নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও চিত্রনায়ক মামুন হাসান ইমনের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। 

রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।

চিশতী/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়