ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামী ব্যাংকের উদ্যোগে শরিয়া সচেতনতা বিষয়ক ওয়েবিনার

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৪ জুন ২০২৪   আপডেট: ২৩:০৪, ৪ জুন ২০২৪
ইসলামী ব্যাংকের উদ্যোগে শরিয়া সচেতনতা বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও রংপুর জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের পরিচালক কামরুল হাসান ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী এবং মূল বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। 

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান আনিসুলের হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান আব্দুস সোবহান। জোনসমূহের অধীন বিভিন্ন শাখার নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়