ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ঠিকানায় সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২৭ জুন ২০২৪  
নতুন ঠিকানায় সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা

সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা বর্ধিত পরিসরে এখন নতুন ঠিকানায়। বুধবার (২৬ জুন) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানা মিরপুর-৬ এর প্রমিজ টাওয়ারে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবীবুর রহমান।

এছাড়া ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. তৌহিদ হোসেন, ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান, মিরপুর শাখার ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়