ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ‘গাইডলাইনস অন সাসটেইনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা।
মূল বিষয়ের ওপর আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী ও যুগ্ম পরিচালক আহমেদ জুবায়ের মাহবুব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি মিফতাহ উদ্দীন। সভাপতিত্ব করেন আইবিটিআরএর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
ঢাকা/ইভা