ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিজির সঙ্গে ‘বামা’র বৈঠক
সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)।
সোমবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, উপদেষ্টা শিবব্রত রায় ও মোস্তফা নওশাদ জাকী, সহ-সভাপতি মো. ফজলুর রহমান ও ডা. নাসিরউদ্দিন, যুগ্ম সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ নুরুল হক খলিফা, প্রচার সম্পাদক আবুল হাসান, বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধতন কর্মকর্তারা।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্ট খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ঢাকা/রফিক